পথের সাথী (হার্ডকভার)
পথের সাথী (হার্ডকভার)
৳ ৫০০   ৳ ৪৫০
১০% ছাড়
9 টি Stock এ আছে
Quantity  

৯৯০ বা তার বেশি টাকার বই অর্ডারে ডেলিভারি চার্জ ফ্রি। কুপন: FREEDELIVERY

প্রথম অর্ডারে অতিরিক্ত ১০০ টাকা ছাড়;  ১০০০+ টাকার বই অর্ডারে। ৫০ টাকা ছাড়; ৫০০+ টাকার বই অর্ডারে। কুপন: FIRSTORDER

১০% নিশ্চিত ছাড় এবং ডেলিভারি একদম ফ্রি !!  মাত্র ১০০০ বা তার বেশি টাকার পাঠ্যবই ও অনুশীলনমূলক বই -এর জন্য প্রযোজ্য। কুপন কোড: ACADEMIC ব্যবহার করলেই 

একাডেমিক বইয়ে প্রতি ১০০০ টাকার অর্ডারে একটি করে খাতা ফ্রি ও ডেলিভারি ফ্রি। কুপন কোড: KHATA

Home Delivery
Across The Country
Cash on Delivery
After Receive
Fast Delivery
Any Where
Happy Return
Quality Ensured
Call Center
We Are Here

মমতা ব্যানার্জী। নামটার সঙ্গেই জড়িয়ে আছে আন্দোলন, সংগ্রাম, কঠোর পরিশ্রম, দৃঢ়তা, স্বচ্ছতা ও একনিষ্ঠতা। এই তথ্যের মধ্যে নতুনত্ব অবশ্য কিছু নেই, বাংলার সব মানুষের কাছেই তা ভীষণভাবে পরিচিত। কিন্তু এই মমতার মনের ঘরেই অন্য এক মমতার বসত। তাঁর খোঁজ মেলে যখন তিনি কলম ধরেন তাঁর কাজের অবকাশে। তখন তিনি আর মুখ্যমন্ত্রী নন। তাঁর কলমের আঁচড়ে ফুটে ওঠে তাঁর সাধাসিধে জীবনযাপন, মূল্যবােধ থেকে বাংলার সৌন্দর্য, প্রকৃতি প্রেম। কলম কখনও ধারালা তলােয়ার-এর মতাে ঝলসে ওঠে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী হাতিয়ার হয়ে আবার কখনও বা সেই কলমই পালকের মতাে নরম হয়ে যায় যখন তিনি সহজ সরল ভাষায় বুঝিয়ে দেন জীবনচর্চার নানান কঠিন কথা। কাজের মাঝে অবসরের বিলাসিতা নেই তাঁর জীবনে। কিন্তু মমতাও তাে চান ক্ষণিকের জন্য হারিয়ে যেতে, একলা হতে নিজের সঙ্গে। তাই এক চিলতে অবকাশেও তিনি নিজেকে ডুবিয়ে দেন রং তুলি আর ক্যানভাসে বা সাদা কাগজের শব্দমালায়। আর সেখান থেকে উঠে আসে তাঁর অনন্য সব সৃষ্টি। জীবনযাপন, জীবন দর্শন, প্রকৃতি, বেড়ানাে, প্রতিবাদ এই সবকিছুই একসঙ্গে গেঁথে তৈরি হয় তাঁর কবিতার মণিহার। সেই সমস্ত বৈচিত্র্যময় কবিতা ও তাঁর আঁকা কিছু ছবি নিয়ে প্রকাশিত হলাে তাঁর এবারের কবিতার বই পথের সাথী।

Title : পথের সাথী
Author : মমতা ব্যানার্জী
Publisher : দে’জ পাবলিশিং
ISBN : 9788129521323
Edition : 2014
Number of Pages : 80
Country : India
Language : Bengali

১৯৫৫ সালের ৫ জানুয়ারি কলকাতার হাজরা অঞ্চলে এক দরিদ্র নিম্ন মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেন। পিতা প্রমীলেশ্বর বন্দ্যোপাধ্যায় ছিলেন স্বাধীনতা সংগ্রামী, মা গায়ত্রী দেবী ছিলেন গৃহবধূ। কলকাতার শ্রীশিক্ষায়তন কলেজ থেকে বি.এড. ডিগ্রি সম্পূর্ণ করার পর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে এম.এ. ডিগ্রি অর্জন করেন। পরে কলকাতার যোগেশচন্দ্র চৌধুরী আইন কলেজ থেকে এলএল.বি.ডিগ্রি অর্জন করেন। রাজনীতিতে প্রবেশ ছাত্রাবস্থাতেই। শিক্ষাজীবন সমাপ্ত করার পর সংসার চালনার জন্য কিছুকাল একটি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতাও করেছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় বিবাহ করেননি। পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রী এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা-সভানেত্রী। বর্তমানে তিনি পশ্চিমবঙ্গ সরকারের স্বরাষ্ট্র, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা, ভূমি ও ভূমিসংস্কার, তথ্য ও সংস্কৃতি, পর্বতাঞ্চল বিষয়ক, কৃষি, বিদ্যুৎ, কর্মী ও প্রশাসনিক সংস্কার, সংখ্যালঘু কল্যাণ ও মাদ্রাসা শিক্ষা বিভাগেরও ভারপ্রাপ্ত মন্ত্রী। তিনি পশ্চিমবঙ্গের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় একজন বাগ্মী রাজনীতিবিদ। তিনি তাঁর অনুগামীদের কাছে "দিদি" নামে পরিচিত। ২০১১ সালে তাঁর নেতৃত্বে তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গের ৩৪ বছরের বামফ্রন্ট সরকারকে পরাজিত করতে সক্ষম হয়েছিল। এই সরকার বিশ্বে সবচেয়ে বেশি সময় গণতান্ত্রিক উপায়ে রাজত্বকারী কমিউনিস্ট সরকার ছিল। ভারতীয় প্রজাতন্ত্রের কেন্দ্রীয় ক্যাবিনেটে তিনি দুই বার রেল, এক বার কয়লা মন্ত্রকের এবং এক বার মানবসম্পদ উন্নয়ন, যুব, ক্রীড়া, নারী ও শিশুকল্যাণ বিভাগের রাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব সামলেছেন। তিনি পশ্চিমবঙ্গে কৃষকদের জমি বলপূর্বক অধিগ্রহণ করে বিশেষ অর্থনৈতিক অঞ্চল স্থাপনের বিরোধিতা করে আন্দোলন করেছিলেন। ২০১৬ সালে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস এককভাবে ২১১টি আসনে জয়লাভ করে (মোট ২৯৪টি আসনের মধ্যে) সরকার গঠন করে। তৃণমূল কংগ্রেসের প্রধান নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীরূপে পুনরায় শপথ পাঠ করেন।


If you found any incorrect information please report us


Reviews and Ratings
How to write a good review


[1]
[2]
[3]
[4]
[5]